Translate

Present Perfect Continuous Tense

  • কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরুপ বোঝালে Present Perfect Continuous Tense হয়।
(Present Perfect Continuous Tense is used for an action which began at some time in the past and is still continuing)

Sentence structure:

[Subject + have been / has been + Verb (ing) + since / for + Object (যদি থাকে)

  • আমি দুই দিন ধরিয়া কাজটি করিতেছি = I have been doing this work for two days.
  • আমরা পাঁচ বছর যাবত এখানে বাস করিতেছি = We have been living here for five years.
  • সে তিন বছর যাবত ওই স্কুলে পড়িতেছে = He/She has been reading in that school for three years.
  • তাহারা সাত দিন ধরিয়া এই কাজটি করিতেছি = They have been doing this work for seven days.
  • সে ছেলেবেলা হইতে এখানে বাস করিতেছে = He has been living here from his childhood.
  • নোমান গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে = Noman has been suffering from fever since last sunday.
  • গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since monday last.