- ভবিষ্যৎ কালে কোন কাজ ঘটবে বোঝালে তাকে Future Indefinite Tense বলে। (Future Indefinite Tense is used when an action will be done or will happen in future)
- এই Tense এ বাংলা ক্রিয়ার শেষে ‘ব’ থাকে।
Sentence structure:
[Subject + shall / will + verb + object (যদি থাকে)]
- আমি বিদ্যালয়ে যাব = I shall go to school.
- আমরা বিদ্যালয়ে যাব = We shall go to school.
- তুমি/তোমরা বিদ্যালয়ে যাবে = You will go to school.
- লিজা বিদ্যালয়ে যাবে = Liza will go to school.
- তাহারা বিদ্যালয়ে যাবে = They will go to school.